মঙ্গলবার ১ এপ্রিল ২০২৫ - ১৮:১৮
ইরানে আক্রমণে মার্কিন বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না তিন আরব দেশ

ইহুদিবাদী দখলদার ইসরায়েলের গণমাধ্যম আই২৪ নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যেন সৌদি আরব, কাতার ও কুয়েতের বিমান ঘাঁটি ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে তিনটি আরব দেশ গোপনে তেহরানকে আশ্বাস দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইহুদিবাদী গণমাধ্যম আই২৪ নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়, এই দেশগুলোর পক্ষ থেকে ইরানকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ইরানি লক্ষ্যগুলোতে আঘাত হানতে তাদের এয়ারবেস ব্যবহার করলে তারা তা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেবে।

এছাড়া, ইরানের জ্বালানি সরবরাহে সহায়তা বা মার্কিন গোয়েন্দা বিমানের মিশনেও অংশ নেবে না বলে উল্লেখ করা হয়েছে। 

ইন্তেখাব নিউজের প্রতিবেদনে ইসরায়েলি সাংবাদিক এরিনেল ওসিরান উদ্ধৃত করে বলা হয়েছে, সৌদি আরবের এক গোপন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই আশ্বাসের প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া বিমান ঘাঁটিতে সাতটি বি-২এ স্পিরিট স্টিলথ বোমারু বিমান ও সহায়তাকারী বিমানের বহর মোতায়েন করেছে। এই বিমানগুলো ইয়েমেনের হুথি বিদ্রোহী অঞ্চল থেকে শুরু করে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম।

তবে কোনো পক্ষই এখনো পর্যন্ত এই তথ্য স্বীকার বা অস্বীকার করেনি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha